Skip to main content
 

বিচার বিভাগ, চুয়াডাঙ্গার ইতিহাস

চুয়াডাঙ্গা বিচার বিভাগের ইতিকথা:

প্রাচীনকালে কুষ্টীয়া জেলা নদীয়া জেলার অন্তর্ভুক্ত ছিল। পূর্বে চুয়াডাঙ্গা বৃহত্তর কুষ্টিয়া জেলার একটি মহকুমা ছিলো। ১৯৮৪ সালের ১লা ফেব্রুয়ারী চুয়াডাঙ্গা মহকুমার বিলুপ্তি ঘোষণা করা হয়। একই সালের ২৬ শে ফেব্রুয়ারী চুয়াডাঙ্গা জেলার মর্যাদা লাভ করে। একই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলার বিচার কার্যক্রম কুষ্টিয়া জেলায় পরিচালিত হতো। চুয়াডাঙ্গা মহকুমায় সেই সময় সার্কিট কোর্ট ছিল। ১৯৮৪ সালে চুয়াডাঙ্গা স্বাধীন জেলা হিসেবে আত্মপ্রকাশ করার পর চুয়াডাঙ্গা জেলার প্রথম জেলা জজ হিসেবে যোগদান করেন জনাব মোঃ আলী আজগর খাঁন। সেইসময় তিনি একইসাথে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সার্কিট জজ হিসেবে দায়ি্ত্ব পালন করতেন। চুয়াডাঙ্গা জেলার প্রথম সাব-জজ হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ জালালউদ্দীন। মুন্সেফ হিসেবে সেইসময় দায়িত্বরত ছিলেন জনাব দিপ্রমান সরকার।এখন পর্যন্ত মোট ১৯ জন জেলা ও দায়রা জজ চুয়াডাঙ্গা বিচারবিভাগে দায়িত্ব পালন করেছেন

চূয়াডাঙ্গা জেলা জজ আদালতের ভবন:

১৯৮৪ সালের পূর্বে  জীবননগর মহাসড়ক সংলগ্ন একমাত্র মুন্সেফ কোর্ট ছিলো ১ তলা বিশিষ্ট লাল ভবন এবং জেলা জজ আদালতের কর্যক্রম পরিচালিত হতো বর্তমান জেলা প্রশাসকের কার্যালয়ের পশ্চিমপাশে অবস্থিত একটি একতলাবিশিষ্ট ভবনে। সেই সময় লাল ভবনের পাশে দূর-দূরান্ত  থেকে আগত সাক্ষীদের বিশ্রামের জন্য টালির ছাউনিযুক্ত একটা দৃষ্টিনন্দন বিশ্রামাগার ছিল।  জেলা জজ আদালতের  বর্তমান ভবন  ৩১ শে শ্রাবণ ১৩৯৬ বঙ্গাব্দ,  ১৫ই আগস্ট ১৯৮৯ খ্রিস্টাব্দ  তারিখে শুভ উদ্বোধন করেন মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস চৌধুরী।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল:

২০১৮ খ্রিস্টাব্দে  চুয়াডাঙ্গা জেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। ট্রাইব্যুনালের প্রথম বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ জিয়া হায়দার। এখন পর্যন্ত ২ জন বিচারক অত্র ট্রাইব্যুনালের দায়িত্ব পালন করেছেন।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী:

০১/১১/২০০৭ খ্রিস্টাব্দ তারিখে  বিচার বিভাগ পৃথক হবার পর উক্ত বিচারবিভাগে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে  প্রথম যোগদান করেন জনাব এস,এ,এম শাহজামাল মাশরেকী। এখন পর্যন্ত মোট ১৩ জন বিচারক অত্র বিচার বিভাগে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

চুয়াডাঙ্গা জেলা আইনজীবি সমিতি:

ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলা আইনজীবি সমিতি খ্রিস্ট্রাব্দ ১৮৯৭  সালে প্রতিষ্ঠিত হয়। অত্র আইনজীবি  সমিতির বিজ্ঞ সদস্য  ইউনুস আলি এবং আবু আহম্মদ আফজালুর রশিদ (বাদল ব্যারিস্টার) ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন । মহান মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গা জেলা আইনজীবি সমিতির মোট ০৮ জন সদস্য রণাঙ্গনে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন।

*লেখাঃ জনাব মোঃ সাইফুদ্দীন হোসাইন, জেলা লিগ্যাল এইড অফিসার, চুয়াডাঙ্গা এবং বেগম অর্পিতা আক্তার, সহকারী জজ, চুয়াডাঙ্গা। 

*সম্পাদনাঃ জনাব মোঃ রিপন হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা। 

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব লস্কার সোহেল রানা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা। 

তথ্যসূত্রঃ 

১। জনাব মোঃ সেলিম উদ্দীন খান, সিনিয়র আইনজীবী এবং সভাপতি, জেলা আইনজীবী সমিতি, চুয়াডাঙ্গা। 

২। জনাব মোঃ নজরুল ইসলাম, নাজির, জেলা ও দায়রা জজ আদালত, চুয়াডাঙ্গা ( প্রত্যক্ষদর্শী, ৩৪ বছর ধরে অত্রাদালতে কর্মরত)। 

৩। বাংলাপিডিয়া।